
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এক সমীক্ষায় দেখা গিয়েছে, যতই আমরা ঘরদোর পরিষ্কার-পরিচ্ছন্ন করি না কেন, বেশিরভাগ রান্নাঘর বাথরুমের চেয়ে নোংরা থাকে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। পুরোটা না হলেও রেস্তোরাঁ তো বটেই, গৃহস্থের রান্নারঘরও বেশ অপরিষ্কার থাকে। বিশেষ করে বাসন ধোয়ার ক্ষেত্রে অনেকেই কিছু ভুল করে বসেন। যা থেকে বিভিন্ন রোগ হওয়ার আশঙ্কা থাকে।
হাত দিয়ে কিংবা ডিসওয়াশের ব্যবহার, যেভাবেই বাসন ধুয়ে থাকুন তাতে সঠিক পদ্ধতি মেনে চলা জরুরি। তাহলে বাসন ধোয়ার সময়ে কোন কোন বিষয় খেয়াল রাখবেন, জেনে নিন।
১. থালা, গ্লাস ধুতে অতিরিক্ত সাবান ব্যবহার করা চলবে না। বাসন পরিষ্কার করতে খুব বেশি পরিমাণ সাবান লাগে না। বরং অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করলে তার অবশিষ্টাংশ থালা, গ্লাসে লেগে থাকে। যা খাবারের সঙ্গে পেটে গিয়ে সমস্যা তৈরি করে।
২. বাসন ধোয়ার জন্য কী ধরনের সাবান ব্যবহার করছেন তাও গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ব্লিচ, ট্রাইক্লোসান বা অন্যান্য অ্যান্টিসেপটিক সহ সাবান বা ডিটারজেন্ট এড়িয়ে চলাই ভাল।
৩. নিয়মিত ডিশ স্ক্রাবার পরিষ্কার করতে গরম জলে ভিজিয়ে রাখুন। অন্তত ১৫ দিন অন্তর বাসন মাজার স্ক্রাব বা স্পঞ্জ বদলে নিন। দীর্ঘদিন একই স্পঞ্জ ব্যবহার করা উচিত নয়।
৪. নোংরা সিঙ্ক বা ডিশ ওয়াশারে ভুলেও থালা-বাসন ধোবেন না। মনে রাখবেন, সিঙ্কে সূক্ষ্ম সূক্ষ্ম জীবাণু থাকে। এমনকী সমীক্ষা বলছে, সাধারণত বাথরুম ১০০,০০০ গুণ বেশি জীবাণু থাকে সিঙ্কে। ভিনিগার এবং বেকিং সোডা বা ভিনিগার এবং নুন দিয়ে প্রতিদিন সিঙ্ক বা ডিশ টব পরিষ্কার করতে পারেন।
৫. ভালভাবে বাসন ধোওয়ার পর তা মুছে, শুকিয়ে তুলে রাখুন। বাসন মোছার কাপড়ও নিয়মিত সাবান দিয়ে কেচে রাখতে হবে, নাহলে ব্যাকটেরিয়া সংক্রমণ ছড়াতে পারে।
বিশ্বজুড়ে কেন বাড়ছে কোরিয়ান প্রসাধনীর জনপ্রিয়তা? জানেন কোরিয়ানদের কাচের মতো স্বচ্ছ ত্বকের রহস্য কী?
আর এপাশ-ওপাশ নয়, এবার রাতে শুলেই জাপটে ধরবে ঘুম! শুধু দুটি নিয়মেই কুপোকাত হবে অনিদ্রার সমস্যা
মুখই বলে দিতে পারে শরীর কেমন আছে! কোন রোগের কী লক্ষণ দেখলে সতর্ক হবেন?
বাড়িতে বানানো স্যান্ডউইচ দোকানের মতো হয় না? শুধু ৫ টিপস মানলেই পাবেন 'পারফেক্ট' স্যান্ডউইচের স্বাদ
৮৯ তে সুইমিং পুলে ব্যায়াম করেন ধর্মেন্দ্র! জানেন জলক্রিয়া বয়স্কদের জন্য কতটা উপকারী?
ছোটবেলা থেকেই সন্তানকে কীভাবে আর্থিকভাবে সুরক্ষিত থাকতে শেখাবেন? রইল সহজ উপায়ের হদিশ
মুখে ফুটে ওঠে কিডনি বিকল হওয়ার ৫ লক্ষণ! কখন বুঝবেন চিকিৎসকের কাছে যেতে হবে?
বিদেশিরা ‘আইস অ্যাপল’ বলতে পাগল, অথচ বাঙালিরাই কদর করে না বাংলার এই ফলের! জানেন কতো গুণ?
কয়েকদিনেই ঘন-কালো-লম্বা চুল! সোনাক্ষীর পরামর্শে সহজে বানিয়ে ফেলুন ‘হেয়ার গ্রোথ’ স্প্রে, কীভাবে ব্যবহার করলে পাবেন সুফল?
দিনরাত কম্পিউটার-মোবাইলে চোখ? এই ৫ নিয়ম না মানলে অল্প বয়সেই বিপদ বাড়বে চোখের
বাড়িতে ঝগড়া, অশান্তি? এই একটি জিনিস জুতোর কাছে রাখলেই যাবতীয় ‘নেগেটিভ এনার্জি’ দূর হবে, ফিরবে শান্তি
রোজ রোজ পুষ্টিকর স্যান্ডউইচ খেতে চাইবে সন্তান, শুধু পাউরুটিতে মাখিয়ে দিন পুদিনা-পনিরের ডিপ
বয়স বাড়ছে, দাড়ি বাড়ছে না? পাঁচটি ঘরোয়া টোটকার পঞ্চবাণ প্রয়োগ করুন, ঘন কালো কেশে ঢাকবে গাল
আলু-গাজর দিয়েই তৈরি হবে জেল্লা বাড়ানোর ক্রিম! শিখে নিন প্রস্তুতপ্রণালী, আর বাজার থেকে কিনতে হবে না
নারকেল তেলে মিশিয়ে নিন ঘরোয়া তিনটি উপাদান, তাতেই তৈরি হয়ে যাবে ‘বয়স কমানো’র ফেস প্যাক